হাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, ধর্মঘটে শ্রমিকরা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে মোটর শ্রমিকদের সংঘর্ষের জেরে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল বুধবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনার পর রাত থেকেই রাজধানীসহ দিনাজপুরের সব রুটে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো প্রকার যানবাহন চলতে দেখা যায়নি।
মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট দেওয়া হয়েছে। তবে দাবি বা পরবর্তী কর্মসূচি সম্পর্কে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার পর জানানো হবে।
এদিকে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ হয়ে হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এলাকায় ও বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর বাস টার্মিনালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে তৃপ্তি এন্টারপ্রাইজ নামে একটি বাসের ধাক্কা লাগে। এ সময় ছাত্র ও মোটর শ্রমিকের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে বাস টার্মিনালের সামনের রাস্তায় অবস্থান নেন মোটর শ্রমিকরা। এ ঘটনার জেরে হাবিপ্রবির সামনে তৃপ্তি, রায় ও শাহী এন্টারপ্রাইজ নামে তিনটি বাসে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, আজকে শ্রমিক-মালিক এবং ছাত্রদের সঙ্গে বৈঠক করে উদ্ভূত পরিস্থিতি নিরসন করা হবে।