পাওনার টাকা চাইতে গিয়ে যুবক খুন
নেত্রকোনার কেন্দুয়ায় পাওনার টাকা চাইতে দিয়ে দেনাদারের দায়ের কোপে আবদুল মজিদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আবদুল মজিদ উপজেলার মাসকা ইউনিয়নের দ্বিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব জানান, আলমপুর গ্রামের রতন মিয়ার কাছে পাঁচ হাজার টাকা পেতেন আব্দুল গাফফার নামের এক ব্যক্তি। গতকাল আবদুল গাফফারের পক্ষে তাঁর ভাতিজা আবদুল মজিদ টাকা চাইতে যান। এ সময় রতনের সঙ্গে মজিদের তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে রতন দা দিয়ে মজিদকে কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান মজিদ।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রতনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।