দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর নামক স্থানে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নছিমন চালক।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান, আজ রোববার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর নামক স্থানে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে কাসেম (২৮) ও রানা ইসলাম (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নছিমনচালক যতিন বর্মণও গুরুতর আহত হন।
নিহত দুজনের বাড়ি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামে। অপর দিকে আহত নছিমনচালককে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজন মোটরসাইকেলে বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট থেকে সুজালপুর চাকাই গ্রামে তাঁদের বাড়ি যাচ্ছিলেন। পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর নামক স্থানে অপর দিক থেকে আসা নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তাঁদের।