চিরিরবন্দরে ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টেরহাট সংলগ্ন এলাকায় বেইলি ব্রিজ ভেঙে সারবোঝাই একটি ট্রাক মৃতপ্রায় কাঁকড়া নদীতে পড়ে গেছে। এতে দুই শিশু ও একজন নারী পথচারী আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৬টায় এই ঘটনার পর থেকে দিনাজপুর সদর উপজেলার সঙ্গে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সারবোঝাই ট্রাকটি ঢাকা থেকে চিরিরবন্দরের কারেন্টেরহাটে আসছিল। সকাল ৬টার দিকে কারেন্টেরহাট সংলগ্ন কাঁকড়া নদীর ওপর থাকা বেইলি ব্রিজ পার হওয়ার সময় ট্রাকটি সেতু ভেঙে নিচে পড়ে যায়। এতে দুই শিশু ও এক নারী পথচারী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর থেকে দিনাজপুর সদর উপজেলার সঙ্গে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
অতিরিক্ত সার বহনের ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ সারোয়ার। তিনি জানান, ক্ষতিগ্রস্ত সেতুটি পুনরায় নির্মাণে ১৫ দিন সময় লাগবে।
মাসুদ সারোয়ার এনটিভি অনলাইনকে বলেন, আমাদের দেশের বেইলি ব্রিজগুলোর ধারণক্ষমতা সর্বোচ্চ পাঁচ টন। আপনারা অবগত আছেন যে আমাদের দেশে এই বড় গাড়িগুলো সাধারণত ৩০ টন, ৪০ টন পণ্য পরিবহন করে। আমরা সতর্কতামূলকভাবে ব্রিজের দুই পাশে সাইনবোর্ড টানিয়েছি যাতে এই সড়কে ভারী যানবাহন চলাচল না করে।