কুষ্টিয়ায় চার আ. লীগ নেতার ছয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
কুষ্টিয়ায় ১৫ আগস্টের শোকর্যালি শেষে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় বরখাস্ত হওয়া আলোচিত পুলিশ কর্মকর্তার ব্যবহৃত আগ্নেয়ান্ত্রের লাইসেন্সসহ ছয়টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স বাতিল করা আগ্নেয়াস্ত্র জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ওই সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেন জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ বেলাল হোসেন।
পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজের একটি পিস্তল ও একটি শটগান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজেরও একটি পিস্তল ও একটি শটগান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর একটি পয়েন্ট টুটু বোর রাইফেল ও মোস্তাফিজুর রহমান নামের একজনের একটি শটগানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
এদিকে বরখাস্ত হওয়া সেই পুলিশ কর্মকর্তা এখনো আইনের আওতায় আসেননি। যুবলীগকর্মী সবুজ হত্যার ঘটনায় গতকাল ২০ জনকে আসামি করে মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।