সুনামগঞ্জে ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরে বেপরোয়া ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে এবং ইজিবাইকের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত হওয়ায় চালকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর আসর ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ খেলাঘর আসরের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ, সাংবাদিক বিন্দু তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, শহরে বেপরোয়া ইজিবাইকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার রাতে শিশু শিক্ষার্থী মুহূত দাস ইজিবাইকের ধাক্কায় নিহত হয়। তার প্রতিবাদে আজ এ কর্মসূচি। অবিলম্বে শহরে এসব ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে।
গত এক মাসে সুনামগঞ্জ শহরে ইজিবাইক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। আর আহত হয়েছে অর্ধশতাধিক।