১০ ঘণ্টার ব্যবধানে দিনাজপুরে দুজন খুন
১০ ঘণ্টার ব্যবধানে দিনাজপুরে দুটি খুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের যুক্তিপাড়া গ্রামে খুন হন এক গৃহবধূ। আর আজ বুধবার সকালে কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে সদরের যুক্তিপাড়া গ্রামের তানজিনা বেগম বুলবুলির (৩৫) নাম জানা গেছে। তাঁর মাথায় লাঠি ও শাবল দিয়ে আঘাত করেন তাঁর ভাসুর বাবুল হোসেন (৪২) ও ভাসুরের ছেলে রায়হান (২০)। বাড়ির সীমানা দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে আজ বুধবার সকালে জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ।