জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব, যুবককে হত্যা
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁর নাম মিঠুন হোসেন (৩২)। তিনি ওই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আজ রোববার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, মিঠুন ও কোরবানসহ তাঁরা বেশ কয়েকজন ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের একটি গুদাম ঘরের কাছে বসে জুয়া খেলছিলেন। এ সময় মিঠুন ও কোরবানের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোরবান দৌড়ে পাশের একটি বাড়ি থেকে হাসুয়া নিয়ে এসে মিঠুনের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মিঠুন।
আনোয়ার হোসেন জানান, মিঠুনকে রাত ৮টার দিকে হত্যা করা হয়েছে। কিছুক্ষণ পরই পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাত ৯টার দিকে কোরবানকে না পেয়ে তাঁর বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। কোরবান ধরন্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মিঠুন ও কোরবান দুজনই মাদক বিক্রি, সেবন, জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এসব নিয়ে এই হত্যার ঘটনা ঘটতে পারে।