মাদক ছাড়লে চাকরির ব্যবস্থা করবে বিজিবি!
সীমান্তে মাদক ও চোরাচালানের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে দেওয়া হবে আর্থিক সহায়তা। এমন কি তাদের পরিবারে চাকরি করার মতো যোগ্য ছেলে-মেয়ে থাকলে তাদেরও চাকরির ব্যবস্থা করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জয়পুরহাটে বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক এই ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাসুদেবপুর মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় বিজিবির ২০ ব্যাটালিয়নের আয়োজনে এক জনসচেতনতামূলক সভায় তিনি কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল আনিসুল বলেছেন, যারা মাদক ও চোরাচালান ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আর্থিক সহায়তা করা হবে। তারা যেন নতুন জীবন পেয়ে কর্ম করে খেতে পারে। এমন কি যাদের পরিবারে চাকরি করার মতো যোগ্য ছেলে-মেয়ে যদি থাকে, তাদেরও চাকরির ব্যবস্থা করা হবে। আমরা চাই মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে। দেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদের সুশিক্ষিত হতে হবে।
এ সময় আরো বক্তব্য দেন জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরিফ, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিব উদ্দীন মন্ডল, সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান ও বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু নাছির।
এর আগে সেখানে দিনব্যাপী সীমান্তবর্তী এই গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপত্র দেওয়া হয়। জনসচেতনতামূলক ওই অনুষ্ঠান শেষে উপস্থিত নারী, পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। এ সময় সবাই দাঁড়িয়ে মাদক থেকে দূরে থাকার শপথ করেন। কোমলমতি শিশুরাও হাত তুলে শপথ পড়ে। শপথবাক্য পাঠ করান সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রহমান। শপথে সবাই বলেন, ‘আমি শপথ করছি যে কখনো মাদক খাব না, বিক্রিও করব না। মাদক যুব সমাজ, এমন কি দেশকে ধ্বংস করে।’