দিনাজপুরে শিলাবৃষ্টিতে নিহত ১
দিনাজপুরে আজ শুক্রবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া শিলাবৃষ্টিতে মারা গেছে একজন।
হঠাৎ কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের লিচু, আম, টমেটো, ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। পুরো জেলা দিয়ে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি পার্বতীপুর, চিড়িরবন্দর, বীরগঞ্জ, বিরল, কাহারোল ও সেতাবগঞ্জ উপজেলায় প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়। এসময় পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামে সৈয়দ আলী নামের একজন কৃষক বাড়ির উঠানে কাজ করার সময় শিলাবৃষ্টি মাথায় পরে মারা যান। এ ছাড়া বিভিন্ন স্থানে মোট ছয়জন শিলাবৃষ্টির আঘাতে আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। তবে ঝড়ে ঘড়বাড়ির তেমন একটা ক্ষতি না হলেও ফসল ও ফলমূলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।