বিএনপির ইফতারের আগে দরজায় তালা, পুলিশের অস্বীকার
দিনাজপুরের বিরল উপজেলায় বিএনপিকে ইফতার মাহফিল করতে না দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়ন পরিষদের ফুলবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বিএনপির নির্ধারিত ইফতার মাহফিল ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক বিশেষ সহযোগী এম এ জলিল। তিনি জানান, ওই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে পুলিশ বিদ্যালয়টির ফটকে তালা লাগিয়ে দেয়। তাই বাধ্য হয়ে সবাইকে নিয়ে পাশের মসজিদের সামনে ইফতার করেন তাঁরা।
এম এ জলিল আরো বলেন, ‘এই দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। গোটা দেশটাই একটা বন্দিশালায় পরিণত হয়েছে।’
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক প্রকৌশলী মামুনুর রশিদ, বিরল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হামিদুল রহমান বাবু, শহরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাসান আলী, মহিলা নেত্রী আকলিমা বেগম, জোসনা বেগমসহ নেতাকর্মীরা।
তবে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল। তিনি জানান, বিএনপির কোনো ইফতার মাহফিল সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে কোথাও তালাও দেওয়া হয়নি।