উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত
আয়তনের দিক থেকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুর গোর-এ শহীদ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় এই জামাত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা সামসুল হক কাশেমী। নামাজে অংশ নেন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তাঁর ছোট ভাই হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ৮০০ পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। মাঠের চারদিকে পর্যবেক্ষণ টাওয়ার দিয়ে সিসি ক্যামেরার আওতায় রাখা হয় পুরো ঈদগাহ মাঠ। মুসল্লিদের তল্লাশি করে ঈদগাহে প্রবেশ করানো হয়। মুসল্লিদের ঈদগাহ পর্যন্ত নির্বিঘ্নে যেতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে।
উপমহাদেশের সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠের মিনারে ৫২টি গম্বুজ রয়েছে। এর আয়তন প্রায় ২২ একর। দিনাজপুর ছাড়াও রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে ঈদের নামাজে অংশ নেয়।