দিনাজপুরে বিধবার জমি হাতিয়ে নিতে ভুয়া দলিল!
দিনাজপুর সদর উপজেলার কর্ণাই আদিবাসী পল্লীতে এক বিধবার ১৪ একর জমি হাতিয়ে নিতে দুর্বৃত্তরা চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই নারীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
ওই নারীর নাম বড়ফুল কিস্কু। তাঁর স্বামীর নাম মৃত বাবুরাম মুর্মু। ওই নারীর বাবার নাম ঝনু সাঁওতাল। তিনি দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই আদিবাসী এলাকার বাসিন্দা।
গত শনিবার বেলা ১১টায় সরেজমিনে ওই নারীর সঙ্গে কথা হয় তাঁর আদিবাসী এলাকায়।
বড়ফুল কিস্কু জানান, তাঁর বাবা ঝনু সাঁওতালের নামে কর্ণাই মৌজায় ৪৯৫ এসএ খতিয়ানে ২৪২৪ দাগে ১৪ একর জমি রয়েছে। ওই জমি ঝনু সাঁওতাল নিজে ভোগদখল করেছেন। ২০০১ সালে তাঁর মৃত্যুর পর একমাত্র মেয়ে বড়ফুল কিস্কু ওই ১৪ একর সম্পত্তির মালিক হন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা জানা যায়, বড়ফুল কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামে স্বামীর বাড়িতে থেকে বর্গাচাষির মাধ্যমে ওই জমির ভোগদখল করে আসছিলেন। তিন মাস আগে কর্ণাই গ্রামের আজিজুল ইসলাম ও গদুর আলী জাল দলিল তৈরি করেন। এ কাজে তাঁদের সহযোগিতা করেন জিতান হাসদা। এরপর তাঁরা ওই ১৪ একর জমি সম্পূর্ণ বেদখল দেওয়ার জন্য বড়ফুল কিস্কুকে হত্যার হুমকি দিয়ে জমি থেকে বিতাড়িত করে দেন।
এ ঘটনায় বড়ফুল কিস্কু বাদী হয়ে গত ১২ জুলাই দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য এবং প্রকৃত মালিকের জমি ভোগদখলে যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, এ জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিচারক আদেশ দেন। এই আদেশ দেওয়ার পরও ভূমিদস্যুরা আরো উত্তেজিত হয়ে বড়ফুল কিস্কুকে হত্যার হুমকি দিয়ে আসছেন।
ঘটনার বিষয়ে কর্ণাই গ্রামের বাসিন্দা আমির আলী, সোহাগ, মকবুল হোসেন, রুবি কিস্কুসহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, বড়ফুল কিস্কুর তিনজন মেয়ে আছে। তাঁকে সহযোগিতা করার নিজস্ব কোনো লোক না থাকায় আজিজুল ও তাঁর সহযোগীরা এভাবে ভুয়া দলিল তৈরি করেন। আর বরফুলকে জমি থেকে বিতাড়িত করার চেষ্টায় হত্যার হুমকি দিয়ে আসছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান গ্রামবাসী।
এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, এ ঘটনার বিষয়ে তাঁর কাছে সংসদের হুইপ এম ইকবালুর রহিমের সুপারিশ করা একটি আবেদন করা হয়েছিল। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওসি কোতোয়ালির কাছে পাঠানো হয়েছে। আদিবাসী বড়ফুল কিস্কুর জমি যাতে বেদখল না হয়, সে বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার।