বাস-ট্রাকের সংঘর্ষ, দগ্ধ দুই চালকের লাশ উদ্ধার
দিনাজপুরের কাহারোল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর দুই চালকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে উপজেলার রামপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই চালকের নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
কাহারোল থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, রাতে কেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এতে বাস ও ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে আগুন নেভান। কিন্তু তার আগেই বাস ও ট্রাকের সামনের অংশ আগুনে পুড়ে যায়। পরে সেখান থেকে নিহত দুই চালকদের লাশ উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।