ফেসবুকে গুজবের কাউন্টার অ্যাটাক করার আহ্বান
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন ফেসবুকে গুজব প্রকাশ করছে। জনগণকে এসব গুজবের কাউন্টার অ্যাটাক ও অপপ্রচারের জবাব দিতে হবে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সামনে নির্বাচন। বিএনপি নাশকতা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।
কাদের বলেন, আন্দোলন সংগ্রামের ঘোষণা দিলেও বিএনপি ১০ বছরে তা করতে পারেনি, দুই মাসে কি পারবে?
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ১০ বছরে ২০টি ঈদ গেছে। আন্দোলন হলো? মরা গাঙে জোয়ার এলো?
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সাংসদ ড. হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।