দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার লাশ উদ্ধার
দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার একটি বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রানী মনিরা খাতুন (৩৮)। তিনি বীরগঞ্জ উপজেলার গোলাম আযমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরা বাড়ির মালিক রফিকুল ইসলামের শ্যালিকা। সপ্তাহ খানেক আগে বীরগঞ্জ থেকে বোনের বাসায় বেড়াতে আসেন তিনি।
আজ সকালে রফিকুল ইসলামের ছেলে পুলক তাঁর নিজ ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পায়। পরে তিনি এক প্রতিবেশীকে ফোন করে দরজা খুলতে বলেন। প্রতিবেশী এসে দরজা খুলেন। পরে পুলক ঘর থেকে বের হয়ে খোঁজাখুঁজি করে অন্য একটি ঘরের বাথরুমে খালা মনিরা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।