দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকৌশলী নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তাঁর গাড়ির চালক হাফিজুল ইসলাম।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, সকালে নিজের জিপ নিয়ে রংপুর থেকে দিনাজপুর যাচ্ছিলেন আফজাল হোসেন। চিরিরবন্দরের উচিৎপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান আফজাল হোসেন। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক হাফিজকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিরল উপজেলার ধুকুরঝাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মইনুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক আঞ্জুমান আরা বেগম নিহত হয়েছেন। বিরল থানা পুলিশ জানায়, আজ দুপুর আনুমানিক ১টায় ধুকুরঝাড়ী নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত হয়েছে ১৬ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।