দিনাজপুরে অস্ত্রসহ দুই ‘জেএমবি সদস্য’ আটক
দিনাজপুরে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার পাওয়ার হাউজের পেছনের পরিত্যক্ত ভবন থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, তারা জেএমবির সদস্য।
আটক হওয়া দুই ব্যক্তির নাম মোজাহিদুর রহমান মাকতুম (২২) ও আবু নাঈম (২০)। মোজাহিদুর হাকিমপুর উপজেলার বাগডোর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও নাঈম পাউশগাড়া গ্রামের বাসিন্দা।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, বেশ কয়েকজন জেএমবি সদস্য নাশকতা চালানোর পরিকল্পনা করছিল বলে পুলিশ খবর পায়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দুই জেএমবি সদস্যকে আটক করে পুলিশ। কিন্তু চার থেকে পাঁচজন সেখান থেকে পালিয়ে যায়। আটক হওয়া দুই ব্যক্তির কাছ থেকে একটি শটগান, সাতটি গুলি, দুটি চাপাতি ও বোমা বানানোর সরঞ্জামাদি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আশরাফ।