বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে সান জিং সেং নামের এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় এক বাংলাদেশি শ্রমিকও আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
খনিতে কর্মরত শ্রমিকরা জানান, আজ ভোরে ভূগর্ভে কাজ করছিলেন সান জিং ও এক বাংলাদেশি শ্রমিক। সে সময় হঠাৎ সাপোর্ট খুলে ভূগর্ভে কয়লা ও মাটি ধসে পড়ে। তাতে চাপা পড়ে মারা যান সান জিং। আহত হন বাংলাদেশি শ্রমিক। আহত শ্রমিককে খনির নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপমহাব্যবস্থাপক এ কে এম বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।