দিনাজপুর-৩ আসনের বিএনপি প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন দুলালের মনোনয়ন নিশ্চিত হওয়ায় দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ রোববার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে হাজির হন প্রার্থী মোফাজ্জল হোসেন দুলাল। এ সময় উপস্থিত হলে নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। কার্যালয়ের ভেতরে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেন।
মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দিনাজপুরের অন্য উপজেলার চেয়ে সদর উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরো বলেন, পুলিশ ভাইয়েরা যেভাবে মুক্তিযুদ্ধে সাহসিকতার পরিচয় দেখিয়ে ছিলেন সেই সাহসিকতার পরিচয় আবারও দেন, কোনো দলের পক্ষে নয় জনতার পক্ষে।
পরে মোফাজ্জল হোসেন দুলাল নেতাকর্মীদের নিয়ে শহরের ফরিদপুর কবরস্থানে সাবেক মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী মরহুমা খুরশিদ জাহান হক ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের সমাধিতে গিয়ে দোয়া করেন।