দিনাজপুরে ব্রিজের নিচে মিলল যুবকের লাশ
দিনাজপুরের বিরল উপজেলায় ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার উচার মোড়সংলগ্ন কাঞ্চন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম জাকির হোসেন (২২)। তিনি শহরের হঠাৎপাড়া এলাকার সামসুলের ছেলে।
জাকিরের পরিবারের পক্ষ থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ফোন করে বাসায় আসার কথা বললেও আর বাড়ি ফেরেননি জাকির। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা জাকিরের লাশ পড়ে থাকতে দেখে থানায় ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। সুরতহালের পর লাশটি দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। জাকিরের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানায় পুলিশ।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশটি আমরা পর্যবেক্ষণ করেছি। ভিডিও ও ছবি তুলে নিয়েছি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাকিরকে খুন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানানো হবে।’
যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হবে বলেও জানান ওসি গোলাম রসুল।