আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলেন পরিবারের তিনজন
দিনাজপুর সদর উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরো চার যাত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশরাফুল আলম খলিফা (৩২), তাঁর মেয়ে আইভি (১০) ও তাঁর চাচাতো ভাই শারদার খলিফা (৪৮)। তাঁদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জালালপুর গ্রামে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুল রহিম জানান, আজ সকালে ফুলবাড়ী থেকে দিনাজপুর সদরে আসছিল একটি বাস। এ সময় বাসটি চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে সদরগামী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকে থাকা শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হন। নিহত তিনজন কাউগাঁ এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হন ইজিবাইকের আরো চার যাত্রী।
আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।