চাঁদপুর থেকে সব পথে লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথসহ অভ্যন্তরীণ সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউএ)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিআইডাব্লিউটিএর চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতির আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সারা দেশের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চাঁদপুর থেকে সব নৌ-যান চলচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ের নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
বন্ধ ঘোষণার আগে চাঁদপুর থেকে শিডিউল অনুযায়ী যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে গেছে। কিন্তু দুপুর ১২টার পর থেকে শিডিউলের সব লঞ্চ বন্ধ রয়েছে। ফলে লঞ্চঘাট থেকে ঢাকা ও নারায়ণগঞ্জগামী অনেক যাত্রীকে ফেরত যেতে দেখা যায়।
অপরদিকে ঘুর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় চাঁদপুর জেলা সদরসহ সব উপজেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ঘুর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা প্রশাসনের সবাইকে নিয়ে জরুরি বৈঠক করেছি। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।