ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার
দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রলীগের সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন বিরল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, কনস্টেবল বাবুল হক, সাগর আহম্মেদ ও মিজানুর রহমান।
জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে বিরল থানার গেটের সামনে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় বিরল উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর কাগজপত্র দেখতে চান তাঁরা। এ নিয়ে রাসেল ও দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে থানা গেটের সামনে অবস্থান নেন এবং পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ খবর শুনে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছাত্রলীগের সভাপতি রাসেলকে লাঞ্ছিত করার অভিযোগে এসআই নজরুল ইসলাম ও তিন কনস্টেবলকে তাৎক্ষণিক পুলিশ লাইনে প্রত্যাহার করার নির্দেশ দেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেলের কাছ থেকে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।