নিখোঁজের ১৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ
দিনাজপুরের মোহনপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ। বুধবার সকাল ৮টায় সদর উপজেলার মোহনপুর আত্রাই নদীর ব্রিজের নিচে রাবার ড্যাম থেকে ২০০ গজ দুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র তাসফিক আহম্মেদের (২১) লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা লাশ উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে সহপাঠীদের সঙ্গে রাবার ড্যামে গোসল করতে যান তাসফিক। নিহত তাসফিক আহম্মেদ হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি চট্টগ্রামে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তারা গোসল করতে নামেন। এরপর তাঁরা তাঁদের একজন সহপাঠীকে খুঁজে পাননি।
ফায়ার সার্ভিসের একটি দল বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কিন্তু তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। বুধবার সকালে তাসফিকের লাশ নদীতে ভেসে ওঠে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।