দিনাজপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল দুই বন্ধুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় মারুফ (১৭) ও রানা (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোর পরস্পরের বন্ধু। তাদের বাড়ি ইউনিয়নের বরচুনা গ্রামে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন জানান, আজ সকালের দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল দুই বন্ধু মারুফ ও রানা। পথে বেলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই দুই কিশোর।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। সংশ্লিষ্ট ট্রাক্টরটি আটক করে পথচারীরা পুলিশে সোপর্দ করে।