দিনাজপুরে কেক কেটে এনটিভির বর্ষপূর্তি উদযাপন
দিনাজপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। গতকাল বুধবার প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসি বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কংকন কর্মকারসহ দিনাজপুরে কর্মরত টিভি মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এ ছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসি বাচ্চু এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি যে একটি ইলেকট্রনিক চ্যানেল যদি সত্যিকার অর্থে সত্যিকার সংবাদ পরিবেশন করে, তাহলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এনটিভির ১৬ বছরের পথপরিক্রমায় পথচলা শেষ হয়েছে, ১৭ বছরে পদার্পণ করেছে। এনটিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেনকে অভিনন্দন জানাই। তিনি দীর্ঘদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।’
এ সময় এনটিভির সাফল্য কামনা করে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শক শ্রোতাদের মন জয় করেছে এনটিভি। এভাবে এনটিভি এগিয়ে যাবে, বেঁচে থাকবে হাজার বছর। এনটিভি খেটে খাওয়া মানুষের মুখপাত্র হয়ে কাজ করবে।