হাকিমপুরে ইয়াবাসহ ‘হিজরা’ রুবেল গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী সাতকুড়ি এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ ‘হিজরা রুবেল’ (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টার দিকে ভারত থেকে ইয়াবা নিয়ে আসার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ভারতের হাড়িপুকুর সীমান্ত দিয়ে ইয়াবা নিয়ে এক মাদক পাচারকারী বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতকুড়ি রেলগেট এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় শাড়ি পড়া এক হিজরা কাছাকাছি এলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নিজের শরীরে এক হাজার পিস ইয়াবা ফিটিং করে রাখার কথা স্বীকার করেন। তখন তাঁকে গ্রেপ্তার করে ইয়াবাসহ থানায় আনা হয়।
ওসি জানান, দুপুর আড়াইটার দিকে হিজরা রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। এর পরই তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।