দিনাজপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই কিশোর আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেকীপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের আব্দুর রফের ছেলে শাহারিয়ার সাব্বির (১৭) ও ওয়েদ মাস্টারের ছেলে আসাদুল ইসলাম (১৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহারিয়ার ও আসাদুল বাড়ি থেকে চিরিরবন্দরের রাণীরবন্দর যাওয়ার পথে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহারিয়ার মারা যায়। গুরুতর আহত আসাদুলকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হচ্ছে।