দিনাজপুরে প্রতিবন্ধী মেয়েকে হত্যায় বাবার যাবজ্জীবন
নিজের প্রতিবন্ধী মেয়েকে হত্যার দায়ে দিনাজপুরে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আনোয়ারুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় গ্রামের বাসিন্দা।
দিনাজপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আতাউর রহমান আতা জানান, ২০১০ সালের ৮ এপ্রিল নুর ইসলাম পরকীয়া প্রেমে জড়িয়ে নিজ বাকপ্রতিবন্ধী শিশুকন্যা নুরজাহানকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। পরে পুলিশ নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় টুলটুলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।
পিপি আতাউর আরো জানান, এ ঘটনায় নিহত নুরজাহানের নানা শমসের আলী বাদী হয়ে নুর ইসলাম ও তাঁর কথিত প্রেমিকা আরেফা বানুকে আসামি করে বিরামপুর থানায় মামলা করেন।
আদালত ১৫ জনের সাক্ষ্য নিয়ে দোষী প্রমাণিত হওয়ায় নুর ইসলামকে সাজা দেন। এছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামিকে আরেফা বানুকে মামলা থেকে খালাস দেওয়া হয়।