নির্বাচন থেকে বিএনপি সরবে না : মির্জা ফখরুল
পৌরসভা নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াবে না বলে আবারো জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দুর্নীতির মাধ্যমে এই নির্বাচনের ফল বদলানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
গণতন্ত্র রক্ষার আন্দোলন হিসেবে এ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে জানিয়ে বিএনপি নেতা বলেন, সারা দেশে পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকার সমর্থকরা বিএনপির প্রার্থীর ওপর হামলা করছে। এ ছাড়া প্রায় ছয় হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে পৌর নির্বাচনে বিএনপির জয় ছিনিয়ে নেওয়ার জন্য সরকার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
আগামী বুধবার সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। এতে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কিছু দল অংশ নিয়েছে।