ইজতেমার বয়ান : দ্বীনের দাওয়াতের মাধ্যমে ইমান মজবুত হয়
বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বাদ ফজর থেকে মুসল্লিদের উদ্দেশে বয়ান অব্যাহত রয়েছে। আজ শনিবার বাদ ফজর থেকে এ বয়ান পুনরায় শুরু হয়।
দুদিন ধরে ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান অনুষ্ঠিত হচ্ছে।
বয়ানে বলা হয়, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, যতক্ষণ পর্যন্ত মানুষের দিল থেকে আসবাবের (সম্পদের) এক্বিন বের না হবে ততক্ষণ পর্যন্ত তাঁর দিলে কুদরতি এক্বিন পয়দা হবে না। সবাইকে দ্বীনের জন্য মেহনত করতে হবে। আল্লাহর কাছে আমল ছাড়া এ দুনিয়ার জিন্দেগির কোনো মূল্য নেই।
বয়ানে আরো বলা হয়, দ্বীনের দাওয়াতের মাধ্যমে ইমান মজবুত হয়। ইমান মজবুত হলে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে। আর এ সম্পর্ক গড়ে উঠলে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হাসিল হয়।
আজ বাদ ফজর থেকে বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল হোসেন গোদরা। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ জমসেদ। বাদ আসর থেকে ভারতের মাওলানা মোহাম্মদ ইউসুফ বয়ান করেন। বাদ মাগরিব ভারতের মাওলানা খোরশেদের বয়ান করেন। তাবলিগ জামাতের মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান করে ফজিলতপূর্ণ এ বয়ান শুনছেন।
গতকাল শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। এরপর আগামী শুক্রবার ১৫ জানুয়ারি থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমা শেষ হবে।