রওশনের ডাকা বৈঠকে যোগ দিলেন এরশাদ!
বিরোধী দলের নেতা রওশন এরশাদের ডাকা সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও ‘মহাসচিব’ এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে সাবেক রাষ্ট্রপতি এরশাদ তাঁর দলের ‘সদ্য মনোনীত’ মহাসচিবকে নিয়ে জাতীয় সংসদে আসেন। এই সময়ে তিনি সরাসরি গিয়ে বৈঠকে যোগ দেন। বৈঠকে সভাপতিত্ব করছেন রওশন এরশাদ।
দলের নানা টানাপড়েনের মধ্যে আজ মঙ্গলবার সকালে জাপা সংসদ সদস্যদের নিয়ে বৈঠক ডাকেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিজের ক্ষমতাবলে অব্যাহতি দেন এইচ এম এরশাদ। একইসঙ্গে তিনি এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পুনরায় দলের মহাসচিব হিসেবে ঘোষণা দেন।
গত কয়েকদিন ধরেই জাতীয় পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে নানা ঘটনা-প্রবাহ চলছে। দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত রোববার রংপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তাঁর উত্তরসূরী ঘোষণা করেন। একই সঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক ও এ বি এম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এরশাদের ওই ঘোষণায় দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া হয়। পরের দিনই স্ত্রী রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়েন এরশাদ।
দলের মহাসচিব ও ১৮ সংসদ সদস্যসহ একটা অংশ গতকাল সোমবার যৌথ সভা করে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে। ওই ঘোষণার এক ঘণ্টার মাথায় রংপুরে এরশাদ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ।’
উদ্ভূত পরিস্থিতিতে আজ সকালে সফর সংক্ষিপ্ত করে রংপুর থেকে ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দুপুরে বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন।
এসব ঘটনার রওশন এরশাদ ডেকেছেন জাপার সংসদীয় দলের বৈঠক।