কুমিল্লার হরিশ্চর স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী ২৫ মার্চ
কুমিল্লার হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের চতুর্থ পুনর্মিলনী আগামী ২৫ মার্চ। প্রতিষ্ঠানটির মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার পুনর্মিলনী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক মো. আবদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯৫২ থেকে ২০১৫ সাল পর্যন্ত এসএসসি/প্রবেশিকা পাস করা প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নিতে পারবেন। এ পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য আগামী ১০ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে।
পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের ছবিসংবলিত একটি স্মারক ম্যাগাজিন (স্যুভেনির) প্রকাশ করা হবে। তাই নাম নিবন্ধনের সময় প্রত্যেককে দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজের বর্তমান শিক্ষার্থীরাও পুনর্মিলনীতে সাবেক শিক্ষার্থীদের সান্নিধ্যে আসতে পারবে।
নিবন্ধন ফি : এসএসসি/প্রবেশিকা পাসের সন ১৯৫২-২০০৫ সাল পর্যন্ত মাথাপিছু ৫০০ টাকা, ২০০৬-২০১০ পর্যন্ত ৪০০ টাকা এবং ২০১১-২০১৫ সাল পর্যন্ত ৩০০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে স্কুলের ১৯৬৭ ব্যাচের শিক্ষার্থী মো. আবদুল বারী জানান, এবারের পুনর্মিলনীতে স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননানকে সম্মাননা দেওয়া হবে।
নির্ধারিত সময়ের মধ্যেই সবাইকে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আবদুল বারী।
এ ছাড়া পুনর্মিলনী সম্পর্কে যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন মো. আবদুল বারী (পাসের সন-১৯৬৭), মোবাইল নম্বর : ০১৭১১১৯৮৮৯৯