রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আবুল কালাম আজাদকে (আইডি-১৬৯৩) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতনক্রমে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।’
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ ২০১৪ সালের ১০ জুলাই প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব পদে নিয়োগ পান।
শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হায়াতকে দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে গত বছরের ২০ আগস্ট থেকে সচিবের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ।