ভূমি অফিসে আগুনের পেছনে জামায়াত-বিএনপি : ভূমিমন্ত্রী
চলমান অবরোধ-হরতালের সময় দেশের বিভিন্ন স্থানে ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে জামায়াতে ইসলামী ও বিএনপি রয়েছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
আজ শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলায় সবুজ কুঁড়ি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির মূর্খ চ্যালা-চামুণ্ডারা ভূমি অফিস জ্বালিয়ে দিয়ে জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার চিরতরে হারিয়েছে। বোমা মেরে, জ্বালিয়ে-পুড়িয়ে মানুষের ভোট পাওয়া যায় না। এ দেশের শান্তিপ্রিয় জনগণ কখনোই এই বিএনপি-জামায়াত চ্যালা-চামুণ্ডাদের ক্ষমা করবে না।’
‘জমির নামজারি, জমা খারিজের মূল্যবান দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে ভূমি অফিসে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান জাতি-ধর্ম-বর্ণের কোনো বালাই নেই। যাদের ভূমি আছে, তাদের ভূমি অফিসে যেতেই হয়। জামায়াত-বিএনপির চ্যালা-চামুণ্ডাদের অপকর্ম জাতিকে আজ হতাশ করেছে।’ বলেন ভূমিমন্ত্রী।
এ সময় ভূমিমন্ত্রী পাঁচ বছরের ওপরের সব শিশুকে বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করার জন্য পরিবারের অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার বৈদ্য, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সবুজ কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবীর আলী হিরু, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ওমর আলী, ড. আবুল খায়ের, ডাল গবেষণা ও আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ শোয়েব হাসান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।