ইউপি নির্বাচনে আইন মেনে গুলি চালায় বিজিবি : ডিজি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনি প্রক্রিয়া মেনেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আজিজ আহমদে। বিজিবির সদস্যদের জন্য মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচনে গুলির ঘটনা সম্পর্কে আজিজ আহমেদ বলেন, তখন রাত ছিল, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কোনো উপায় ছিল না। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশেই বাধ্য হয়ে বিজিবি সদস্যরা গুলি চালায়।
আজিজ বলেন, ‘যেকোনো জায়গায় যা-ই হোক না কেন, ফায়ার করতে হলে বিজিবির ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। ম্যাজিস্ট্রেট তখন চিঠিতে সই করে পরিস্থিতি খারাপ দেখে। তারপরও উনাদের নিবৃত্ত করার চেষ্টা করে।’ তিনি বলেন, ‘কারো কারো কাছে ধারালো অস্ত্র ছিল। তারা যখন আরো মারমুখী হয়ে যায়, তখন সবাই মিলে প্রথমে ব্ল্যাংক ফায়ার করে। ম্যাজিস্ট্রেট তখন মনে করেছেন, এটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে। এবং বের হতে হলে ফায়ার করতে হবে। তখন তারা ফায়ার করেছে।’
গত মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশ ও বিজিবির ছোড়া গুলিতে পাঁচজন নিহত হন। এ ছাড়া আরো কয়েক জায়গায় সহিংসতায় কয়েকজন নিহত হন।