চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য ড. রফিকুল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের পদ থেকে বিদায় নিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেই স্থানে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়েটের মূল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী চুয়েটের উপাচার্য হিসেবে ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর চার বছর পূর্ণ করেন। কার্যকাল শেষ হওয়ায় নতুন উপাচার্যের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
দায়িত্ব হস্তান্তর ও দায়িত্বভার গ্রহণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিসপ্রধান ও শাখাপ্রধানরা।
এ সময় বিদায়ী উপাচার্যকে তাঁর গৌরবময় অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্যের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ১৯৫৮ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আবদুল হোসেন, মা মরহুমা খায়রুন্নেসা।
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এই প্রতিষ্ঠানের ছাত্র (তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজ) হিসেবে ১৯৭৯ সালে কৃতিত্বের সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৮২ সালের ১৯ আগস্ট প্রভাষক হিসেবে এই প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালের ২ মার্চ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৭ সালের ২৩ এপ্রিল সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির পর ২০০৯ সালের ১৯ জুলাই থেকে একই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
এ ছাড়া বিভিন্ন সময় অধ্যাপক রফিকুল তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, কোর্স-অর্ডিনেটর, বিআইটির বোর্ড অব গভর্নরস মেম্বার, অ্যাডভাইজরি কমিটি মেম্বার, একাডেমিক কাউন্সিল মেম্বার, চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির ডিরেক্টর, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক, চুয়েটের সিন্ডিকেট মেম্বারসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ড. রফিকুল ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ২০১৩ সালের ৬ মার্চ তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান।