রাবি অধ্যাপক হত্যাকাণ্ড : আরো দুজন আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় আরো দুজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর (৪৮)। রায়হানের বাড়ি বাগমারার তালঘরিয়া এবং মুনসুরের বাড়ি একই উপজেলার খাজাপাড়া গ্রামে। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হলো।
পুলিশ কমিশনার শামসুদ্দিন বলেন, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী তাঁর নিজ গ্রাম দরগামাড়িয়ায় একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তাঁর গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান-বাজনা পছন্দ করতেন না। তাই তিনি ওই গানের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করে নিয়ে আসা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রাম খাজাপাড়ার বাসিন্দা মাদ্রাসাশিক্ষক মুনসুরকে আটক করা হয়।
এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসা থেকে ঘটনার সঙ্গে জড়িত হাফিজুর রহমান নামক এক যুবককে আটক করা হয়। হাফিজুর রাবির লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি।
গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে। শনিবার রাতে নিহত অধ্যাপকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাতদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।