১৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বাতিল
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৪৮টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, অভিযোগের ভিত্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গৃহীত অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের ১৪৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত দেয়নি এবং কারণ দর্শানোর জবাবও দেয়নি।
এর পরিপ্রেক্ষিতে বোর্ড এবং সরকারের নির্দেশ অমান্য করার কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বাতিল করে আগামী তিনদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য মন্ত্রণালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।