এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ রাজশাহীর সেরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬ অনুযায়ী কলেজ পর্যায়ে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মো. হুমায়ুন কবির মজুমদার।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন একই কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেন। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় কলেজের পদার্থবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া বুসরা, দেশাত্ববোধক গান ও রবীন্দ্র সংগীতে, ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শেষ পর্বের ছাত্রী শেখ তোজা ফাহমিদা চাঁদনী, তাৎক্ষণিক অভিনয়ে রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুন নাঈম বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মো. হুমায়ুন কবির মজুমদার বলেন, ‘এই কৃতিত্ব শুধু আমার একার নয়, আমার সব সহকর্মী ও শিক্ষার্থীদের। তাঁদের আন্তরিক পরস্পর সহযোগিতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।’
মো. হুমায়ুন কবির মজুমদার জানান, আগামীবার সরকারি এডওয়ার্ড কলেজকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
এ ছাড়া শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. এ কে এম শওকত আলী খান। মোট ১১টি ক্যাটাগরিতে মূল্যায়নের মাধ্যমে এই স্বীকৃতি দেওয়া হয়।