মুক্তিযুদ্ধের খণ্ডচিত্রের সংকলককে খণ্ড খণ্ড করার হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে আবারো হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবার সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ হাসান ইমামকে উড়ো চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষক হাসান ইমাম দুপুর আড়াইটায় নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সম্প্রতি শিক্ষক হাসান ইমাম ‘সাপ্তাহিক বিচিত্রার আলোকে মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র’ নামে একটি বই সংকলন করেছেন। প্রকাশিত এই বইকে কেন্দ্র করেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হতে পারে বলে মনে করেন হাসান ইমাম। তিনি উন্নয়ন অনুন্নয়ন, বাংলাদেশের গ্রাম, সামাজিক গবেষণা পদ্ধতিসহ বেশকিছু বই লিখেছেন।
অধ্যাপক হাসান ইমাম জানান, সকাল ১০টার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনে অবস্থিত নিজ চেম্বারে গেলে নাম-ঠিকানাহীন একটি চিঠি দেখতে পান। চিঠিতে লাল কালিতে লেখা ছিল, ‘অপেক্ষা কর তুইও তোর খণ্ডচিত্র দেখতে পাবি।’
এরপর হাসান ইমাম আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদকে ঘটনাটি অবহিত করেন। পরে নগরীর মতিহার থানার পুলিশ এসে তাঁকে বাসায় নিয়ে যায়। মুক্তিযুদ্ধের ওপর বই লেখার জন্যই তাঁকে এ রকম হুমকি দেওয়া হয়েছে বলে আশঙ্কা করছেন এই অধ্যাপক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ বলেন, ‘অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের পর আমরা স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতাই ভুগছি। তারপর এ রকম হুমকির ঘটনা খুবই উদ্বেগের। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’
এ ব্যাপারে নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘বিষয়টি জানার পর পরই থানার উপপরিদর্শক আজাহার আলীকে তদন্তের দায়িত্ব দিয়েছি। হুমকির বিষয়টি তদন্ত করে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে বাড়ি থেকে ১০০ গজ দূরে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। এর আগেও বিভিন্ন সময় রাবির ভিসিসহ অর্ধশত শিক্ষক হুমকি পেয়েছেন। এদের মধ্যে অনেকে থানায় জিডিও করেছেন।
সর্বশেষ গত ৮ মে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম প্রদীপকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়। এসব হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত জড়িতদের চিহ্নিত করতে পারেনি।