‘মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে’
রাজশাহীতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল খালেক বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আর শিক্ষার্থীরা সেই সোনার মানুষ। তারাই সোনার বাংলা গড়বে।
আজ বুধবার রাজশাহী কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল খালেক এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ অডিটরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক বলেন, ‘শিক্ষার্থীদের আমাদের মুক্তিযুদ্ধ ও ইতিহাস সঠিকভাবে জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকলে কেউ জঙ্গি হতে পারবে না।’
ড. আবদুল খালেক আরো বলেন, ‘দেশের শ্রেষ্ঠ বিদ্যাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজে যারা ভর্তি হয়েছে তারা দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। তোমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। জীবনের লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই তোমরা সফলকাম হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ মহা. হবিবুর রহমান। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর জোবায়দা আয়েশা সিদ্দিকা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ওলিউর রহমান ও সহযোগী অধ্যাপক কামরুজ্জামানসহ বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক তাঁর নিজের লেখা ‘শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’, ‘অমিয় আনন্দ ধ্বনি’ এবং ‘ড. জোহা ও আমি’ নামের তিনটি বই রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানকে উপহার দেন।
এবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজের একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ১৫০ জন, ব্যবসায়ী শিক্ষা বিভাগে ১৫০ জন ও বিজ্ঞান বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।