বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূর উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুর রহিম খান, কৃষি বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সাত্তার, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হায়দার হোসেন, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হীরা প্রমুখ।
উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি গুরুত্ব দেন কৃষি উৎপাদনের ওপর। তাঁর সেই উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন খাদ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে।