মেহেরপুরে দুটি বোমা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের এক পল্লী চিকিৎসকের বাড়ির সামনে থেকে আজ সোমবার সকাল ৭টার দিকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে গৃহকর্তা দেলোয়ার হোসেন জানান, কয়েক দিন ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে চরমপন্থী নেতা পরিচয় দিয়ে মোবাইল ফোনে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বোমা মেরে প্রাণনাশের হুমকি দেয়। আজ ভোরে ওই ব্যক্তি মোবাইলে ফোন করে বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বলে জানায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বোমা দুটি উদ্ধার করা হয়। এগুলো পানি-বালিভর্তি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে চাঁদাবাজ চক্রকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ওসি।