কেরানীগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
ঢাকার কেরানীগঞ্জের মো. বাছের রনি (৩৪) নামের এক ব্যবসায়ী চারদিন ধরে নিখোঁজ। রনির বাবা আব্দুল বারেক সরদার অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ অপহরণ করেছেন বাছের রনিকে। এ ব্যাপারে রুবেলকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন বারেক সরদার।
রুবেল আহমেদ কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মামলায় ছাত্রলীগের নেতা ছাড়া আরো বেশ কয়েকজনের নাম দিয়েছেন রনির বাবা বারেক সরদার।
মামলার বিবরণী থেকে জানা যায়, বাছের রনি গত ৩০ আগস্ট শ্বশুরবাড়িতে বেড়াতে যান এরপর ১ সেপ্টেম্বর সকালে তাঁর স্ত্রী রনির বাবা বারেককে ফোন করে জানান, গত ৩১ আগস্ট তাঁর স্বামী বাড়িতে চলে গেছেন কিন্তু এখন ফোন ধরছেন না কেন। তখন থেকেই খোঁজ শুরু হয় রনির। তিনি শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে যাননি, কোথায় আছেন তা কেউ জানে না।
বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েও রনির কোনো খোঁজ পাওয়া যায়নি।
রনির বাবা অভিযোগ করেছেন, শত্রুতার জের ধরে রুবেল (৩২), হযরত (৩০), বাবু (৩৮) সাগর (২২), নাইমসহ (২৫) অজ্ঞাত আরো বেশ কয়েকজন মারধর করে রনিকে অপহরণ করেছেন।
আব্দুল বারেক সরদার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ছেলে আজ চারদিন হয় নিখোঁজ। ওরা অপহরণ করে মেরে ফেলেছে আমার ছেলেকে। সে নিজে অনেক কষ্ট করে গার্মেন্টের ব্যবসা আর কুরিয়ার সার্ভিসের দোকান চালাচ্ছিল। স্থানীয় নেতা রুবেলের সাথে তার একটা শত্রুতার কথা আমি এর আগে শুনেছিলাম। এই কারণেই আমার ছেলেকে অপহরণ করে মেরে ফেলতে পারে বলে আমার ধারণা।’
এ ব্যাপারে কেরানীগঞ্জে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস রহমান এনটিভি অনলাইনকে বলেন, মামলাটির তদন্ত চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘নিখোঁজ রনির বাবা থানায় এসে আমাদের কাছে গত ১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে অভিযোগ করেন। আমরা তাৎক্ষণিকভাবে তাঁর ছেলের সন্ধান করার জন্য বের হই। আমরা অনেক চেষ্টা করেও এখনো কোনো সন্ধান করতে পারিনি। তবে নিখোঁজকে উদ্ধারের অভিযান অব্যাহত আছে।’
প্রধান আসামি রুবেল হোসেন সম্পর্কে এসআই আমিনুল ইসলাম বলেন, ‘রুবেলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে শুনেছি, রুবেল স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আমরা মামলায় যুক্ত সবাইকে গ্রেপ্তার করার চেষ্টা করছি।’
চেষ্টা করা হলেও ছাত্রলীগ নেতা রুবেলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বারেক সরদার জানিয়েছেন, রনির তিন সন্তান। সন্তান ও স্ত্রী রনির পথ চেয়ে বসে থাকে। নানা রকম শঙ্কা ভর করেছে রনির পরিবারে।