ভিন্ন বিষয়ের প্রশ্নে পরীক্ষা দিল শিক্ষার্থীরা
মুন্সীগঞ্জে নির্ধারিত বিষয়ে মাদারাসা শিক্ষার্থীরা জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিতে পারেনি বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার ৯৯ জন শিক্ষার্থী জীবন ও কর্মমুখী শিক্ষা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। তারা পরীক্ষার ফরম পূরণও করেছিল এ বিষয়ে। জেডিসি পরীক্ষায় সদরের পঞ্চসার দারুস-সুন্নত আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণ করা হয়েছে শারীরিক শিক্ষা বিষয়ে।
৫০ নম্বরের এই বিষয়ে অন্য প্রশ্নে পরীক্ষায় অংশ নেওয়া এই শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শারীরিক শিক্ষা এবং জীবন ও কর্মমুখী শিক্ষা-এই দুটিই ঐচ্ছিক বিষয়।
পরীক্ষার্থীরা দাবি করে, মাদ্রাসায় কখনোই তাদের শারীরিক শিক্ষা বিষয়ে পড়ানো হয়নি। সারা বছর তারা জীবন ও কর্মমুখী শিক্ষা বিষয়ে পড়াশোনা করেছে। সেই অনুযায়ী তারা পরীক্ষার প্রস্তুতিও নিয়েছিল।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের উভয়ের দোষ রয়েছে। পরীক্ষার প্রস্তুতির আগে শিক্ষার্থীদের এ বিষয়ে জানা দরকার ছিল।
অধ্যক্ষ আরো জানান, ওই দুটি বিষয়ে মাদ্রাসায় কোনো শিক্ষক বরাদ্দ নেই। সামাজিক বিজ্ঞানের শিক্ষকরা তাদের ওই বিষয়ে ক্লাসে পড়িয়েছেন। পরীক্ষার্থী অন্য বিষয়ে পরীক্ষা দিলেও ফেল করার সম্ভাবনা নেই। কারণ পরীক্ষার্থীদের এ বিষয়টি আয়ত্তে আছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. হারুন-উর-রশীদ বলেন, এমন হওয়ার প্রশ্নই ওঠে না। তারপরও ভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।