মেহেরপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কায় হানিফ হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার বাওটে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ উপজেলার আকুবপুর গ্রামের দিদার হোসেনের ছেলে। তিনি বিভিন্ন গ্রাম থেকে ছাগল কিনে হাটবাজারে বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস বাওট গ্রামে পৌঁছালে একই দিক থেকে যাওয়া ইঞ্জিনচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী ছাগল ব্যবসায়ী হানিফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় জনতা বাসটিকে আটক করে পুলিশের জিম্মায় দিয়েছে।
এ দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় ট্রাকের ধাক্কায় হেদায়েত আলী (৫০) নামের এক কৃষক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতলে স্থানান্তর করেন।