পাবনায় কেজেএ কিন্ডারগার্টেনের অভিভাবক সমাবেশ
পাবনার সদর টেবুনিয়ার কাজী জাহানারা আলতাব (কেজেএ) কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে স্কুল প্রাঙ্গণে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে কবিতা পাঠের আয়োজন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেজেএ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোছা. মিনারা খাতুন। অনুষ্ঠানে আহমেদ শরীফ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাহবুব উল আলম মুকুল।
এ ছাড়া উপস্থিত ছিলেনপাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা কিন্ডারগার্টেন মালিক সমিতির সভাপতি মাহমুদ হাসান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, কলামিস্ট এবাদত আলী।