মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ আরোহীর
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহীর প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর-দোহার বাইপাস সড়কের জুশুরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবক আহত হয়েছেন।
নিহতরা হলেন শ্রীনগর বাজার এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২২) ও দিঘিরপাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইয়াসিন ও সাইমন একটি জিক্সার মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। অ্যাপাচি মাটরসাইকেলের আরোহীরা হলেন—ফুলকুচি এলাকার রাতুল (২৫), ফারদিন (১৮) ও কয়কির্ত্তন এলাকার জয় (১৯)। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ইয়াসিনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইমনকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।’